ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা।
স্কোর : ৮০/৩ (২৬ ওভার)।
ধনঞ্জয়াকে ফেরালেন তাইজুল
শ্রীলঙ্কা শিবিরে দ্বিতীয় আঘাতটা হেনেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা (২৮)। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ২ উইকেটে ৫৩। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন দানুসকা গুনাথিলাকা।
উদ্বোধনী জুটি ভাঙলেন রাজ্জাক
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট
দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। এই সেশনে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে তারা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেটও হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। প্রথম ইনিংসের ১১২ রানের লিড বেড়ে হয়েছে ১২১।


























