ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতে চিড় ধরায় পুরো টেস্ট সিরিজ মিস করেছেন। সেই সঙ্গে বাংলাদেশও ১-০ ব্যবধানে হেরেছে টেস্ট সিরিজ। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো। এদিকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে নতুন মুখের ছড়াছড়ি।
শনিবার মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের আধাবেলাতেই ২১৫ রানে পরাজয়বরণ করে টাইগাররা। টেস্ট ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষিত হয়েছে টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল। যেখানে চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন। তারা হলেন, আবু জায়েদ রাহী, আরিফুল হক , মেহেদী হাসান, জাকির হোসেন ও আফিফ হোসেন।
উল্লেখ্য দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ফেব্রুয়ারী। প্রথম ম্যাচটি শের-ই-বাংলা স্টেডিয়ামে ও দ্বিতীয় ম্যাচটি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
সাকিব আল হাসান(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসাইন।


























