০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর যা বললেন মাহমুদউল্লাহ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসের ছিটেফোটাও দেখা যায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে দেশের মাটিতে ২১৫ রানের বিশাল ব্যবধানের পরাজয়। ]

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২২২ রানের জবাবে বাংলাদেশ করে মাত্র ১১০! অথচ ১০৭ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটেছিলো বাংলাদেশের। সেখান থেকে মাত্র তিন রানের মধ্যেই বাকি চার উইকেটও হারাল বাংলাদেশ। অবশ্য প্রথম ইনিংসে অল্প রানে আউট হওয়ার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কলাপ্স করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১২ রান এগিয়ে থেকে লঙ্কানরা স্বাগতিকদের লক্ষ্য ছুড়ে দেয় ৩৩৯ রানের, যা কিনা মিরপুরের এমন উইকেটে এক প্রকার অসম্বভই। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে হারার পেছনে প্রথম ইনিংসে পিছিয়ে পড়াকে বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘জবাব দেওয়াটা কঠিন। কারণ, অবশ্যই খুবই হতাশাজনক। যেহেতু আমরা জানতাম, এই ধরণের উইকেট আমরা রান তাড়া করবো এবং দলের সবারই কম বেশি ধারণা ছিল যে এই টেস্টের ফলাফল আসবে। আমার কাছে মনে প্রথম ইনিংসেই আমাদের ভালো করা উচিত ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘ওই ইনিংসে যদি, ২০০ বা তার কাছাকাছি রান করতাম তাহলে কিছুটা সম্ভবনা থাকতো। কারণ এই উইকেটে ৩০০+ তাড়া করা কিছুটা হলেও চাপ ছিল আমাদের জন্য।’

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর যা বললেন মাহমুদউল্লাহ

প্রকাশিত : ১০:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসের ছিটেফোটাও দেখা যায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে দেশের মাটিতে ২১৫ রানের বিশাল ব্যবধানের পরাজয়। ]

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২২২ রানের জবাবে বাংলাদেশ করে মাত্র ১১০! অথচ ১০৭ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটেছিলো বাংলাদেশের। সেখান থেকে মাত্র তিন রানের মধ্যেই বাকি চার উইকেটও হারাল বাংলাদেশ। অবশ্য প্রথম ইনিংসে অল্প রানে আউট হওয়ার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কলাপ্স করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১২ রান এগিয়ে থেকে লঙ্কানরা স্বাগতিকদের লক্ষ্য ছুড়ে দেয় ৩৩৯ রানের, যা কিনা মিরপুরের এমন উইকেটে এক প্রকার অসম্বভই। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে হারার পেছনে প্রথম ইনিংসে পিছিয়ে পড়াকে বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘জবাব দেওয়াটা কঠিন। কারণ, অবশ্যই খুবই হতাশাজনক। যেহেতু আমরা জানতাম, এই ধরণের উইকেট আমরা রান তাড়া করবো এবং দলের সবারই কম বেশি ধারণা ছিল যে এই টেস্টের ফলাফল আসবে। আমার কাছে মনে প্রথম ইনিংসেই আমাদের ভালো করা উচিত ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘ওই ইনিংসে যদি, ২০০ বা তার কাছাকাছি রান করতাম তাহলে কিছুটা সম্ভবনা থাকতো। কারণ এই উইকেটে ৩০০+ তাড়া করা কিছুটা হলেও চাপ ছিল আমাদের জন্য।’