ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯৯ বলে সেঞ্চুরি তুলেন ধাওয়ান।
শনিবার (১০ ফেব্রুয়ারি) জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। আর শুরুতেই ঝড় তোলেন শিখর ধাওয়ান। আর তাতেই রেকর্ড গড়েন তিনি।
এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ওয়ানডে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করলেও ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটসম্যান তিনি।
সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার নজির স্থাপন করেছিলেন। ধাওয়ান ও ওয়ার্নারের আগে রামনারেশ সারোয়ান,কুমার সঙ্গাকারা, মার্কাস ট্রেসকোথিক, ইউসুফ ইয়োহানা (মোহাম্মদ ইউসুফ), ক্রিস গেইল, ক্রিস ক্রেইন্স ও গর্ডন গ্রিনিজ শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছিলেন।


























