ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ অর্থাৎ ডি ইউনিট ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ এপ্রিল,২০২১) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে অংশ নিলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা পৃথক ভাবে বিশ্ববিদ্যালয়েই নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এ বিষয়ে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পৃথকভাবে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা গ্রহণ করেছে ঠিক সেভাবেই এবছরও পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে একইভাবে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন কমিটি বা সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়নি। সব কিছু ঠিক হলে প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত তিনটি আলাদা বিভাগে ৮০ টি করে মোট ২৪০ করে আসন রয়েছে। বিভাগগুলো হলো- আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















