০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিরাট কোহলিকে শূন্যে উঁচু করলেন আনুশকা

যেন কোনও ব্যাপারই না, স্বামী বিরাট কোহলিকে দিব্যি শূন্যে তুলে ধরলেন আনুশকা শর্মা। স্ত্রীর এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়ে গেলেন বিরাট। অনুশকা নিজেও যেন ঠিক বিশ্বাস করতে পারছেন না। বিরাট আবারও তাকে উঁচু করতে বললেন। আর এবার তাকে আরও বেশি উঁচুতে তুললেন আনুশকা। ইনস্টাগ্রামে এমনই এক মজাদার মুহূর্ত পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।

আনুশকার শেয়ার করা এই ভিডিওটি একটি ফটোশুটের ফাঁকে লেন্সবন্দি কিছু মুহূর্ত। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমি কি সত্যিই এটা করতে পারলাম?’

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমবার মজা করেই বিরাটকে হাতে করে উপরের দিকে তুলে ধরেন আনুশকা। আচমকা ঘটনাটির অবিশ্বাস দূর করতে বিরাট ফের আনুশকাকে ওই একই কাজ করতে বলেন। এবার অভিনেত্রী বিরাটকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন, তিনি যেন নিজে নিজেকে উপরের দিকে তোলার বিন্দুমাত্র চেষ্টা না করেন। বিরাট রাজি হলে দ্বিতীয়বারও আনুশকা আত্মবিশ্বাসের সঙ্গে এবং অবলীলায় একই কাজ করে দেখান।

ঘটনাটিতে একদিকে বিরাট কোহলি যেমন বিস্ময়ে আবিষ্ট হয়েছেন, তেমনই আনুশকাও নিজের ক্ষমতা দেখাতে পেরে দারুণ উচ্ছ্বসিত।

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

বিরাট কোহলিকে শূন্যে উঁচু করলেন আনুশকা

প্রকাশিত : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

যেন কোনও ব্যাপারই না, স্বামী বিরাট কোহলিকে দিব্যি শূন্যে তুলে ধরলেন আনুশকা শর্মা। স্ত্রীর এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়ে গেলেন বিরাট। অনুশকা নিজেও যেন ঠিক বিশ্বাস করতে পারছেন না। বিরাট আবারও তাকে উঁচু করতে বললেন। আর এবার তাকে আরও বেশি উঁচুতে তুললেন আনুশকা। ইনস্টাগ্রামে এমনই এক মজাদার মুহূর্ত পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।

আনুশকার শেয়ার করা এই ভিডিওটি একটি ফটোশুটের ফাঁকে লেন্সবন্দি কিছু মুহূর্ত। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমি কি সত্যিই এটা করতে পারলাম?’

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমবার মজা করেই বিরাটকে হাতে করে উপরের দিকে তুলে ধরেন আনুশকা। আচমকা ঘটনাটির অবিশ্বাস দূর করতে বিরাট ফের আনুশকাকে ওই একই কাজ করতে বলেন। এবার অভিনেত্রী বিরাটকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন, তিনি যেন নিজে নিজেকে উপরের দিকে তোলার বিন্দুমাত্র চেষ্টা না করেন। বিরাট রাজি হলে দ্বিতীয়বারও আনুশকা আত্মবিশ্বাসের সঙ্গে এবং অবলীলায় একই কাজ করে দেখান।

ঘটনাটিতে একদিকে বিরাট কোহলি যেমন বিস্ময়ে আবিষ্ট হয়েছেন, তেমনই আনুশকাও নিজের ক্ষমতা দেখাতে পেরে দারুণ উচ্ছ্বসিত।