ক্রিস্তিয়ানো রোনালদো স্বরূপে ফেরার আভাস দিয়েছেন। মৌসুমের শুরু থেকে লা লিগায় নিজেকে মেলে ধরতে ব্যর্থ ছিলেন। কিন্তু রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দেওয়ার ম্যাচে তার দারুণ হ্যাটট্রিক দেখে আশাবাদী হয়ে উঠেছেন জিনেদিন জিদানও। দলের সেরা খেলোয়াড়ের দাপুটে পারফরম্যান্সের পর চ্যাম্পিয়ন্স লিগ প্রতিপক্ষ পিএসজিকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ।
মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৫-২ ব্যবধানে জেতা লা লিগার ম্যাচটিতে রিয়ালের অন্য দুটি গোল করেন লুকাস ভাসকেস ও টনি ক্রুস।
জিদানের মতে, খুব ভালো সময়ে জ্বলে উঠেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। ফরাসি এই কোচের মতে, প্যারিসের ক্লাবটি এখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে চিন্তিত থাকবে।
আমরা সবাই জানি যে, সে সবসময় গোল করার ও সুযোগ তৈরির চেষ্টা করে। গোল করাই তার কাছে গুরুত্বপূর্ণ।
//একে


























