০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সমর্থকদের পাশে চাইলেন রোনালদো

সমর্থকদের পাশে থাকার আবেদন জানালেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের আগে ভিডিও বার্তায় তিনি সমর্থকদের পাশে চাইলেন।

ঘরের মাঠে নেইমারের পিএসজি-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে রিয়াল৷ তার আগে মাদ্রিদ যে প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে, তা বোঝা যায় সিআর সেভেনের কথাতেই৷ নিজের বার্তায় পিএসজি-কে ‘গ্রেট টিম’ বলে সম্বোধন করেন ক্রিশ্চিয়ানো৷

সোসিয়েদাদের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় জয় সত্ত্বেও করিম বেঞ্জেমাকে গ্যালারির টিপ্পনি শুনতে হয়৷ দলের সাম্প্রতিক ধারাবাহিকতার অভাবে সমর্থকদের অধৈর্য্য হয়ে পড়ার বিষয়টা রোনালদোদের বুঝতে অসুবিধা হয়নি৷ তাই প্যারিস সাঁ জা-র মুখোমুখি হওয়ার আগে অনুরাগীদের আকুণ্ঠ সমর্থন চাইলেন ক্রিশ্চিয়ানো৷

টুইটারে সিআর সেভেন বলেন, ‘বুধবার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটা গ্রেট টিমের বিরুদ্ধে৷ আমি এবং দল আপনাদের কাছ থেকে সর্বাত্মক সমর্থন চাই, ঠিক যেমনটা আগেও পেয়ে এসেছি৷ একসঙ্গে থাকলে আমাদের অনেক শক্তিশালী মনে হয়৷ হালা মাদ্রিদ৷’

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

সমর্থকদের পাশে চাইলেন রোনালদো

প্রকাশিত : ১২:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

সমর্থকদের পাশে থাকার আবেদন জানালেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের আগে ভিডিও বার্তায় তিনি সমর্থকদের পাশে চাইলেন।

ঘরের মাঠে নেইমারের পিএসজি-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে রিয়াল৷ তার আগে মাদ্রিদ যে প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে, তা বোঝা যায় সিআর সেভেনের কথাতেই৷ নিজের বার্তায় পিএসজি-কে ‘গ্রেট টিম’ বলে সম্বোধন করেন ক্রিশ্চিয়ানো৷

সোসিয়েদাদের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় জয় সত্ত্বেও করিম বেঞ্জেমাকে গ্যালারির টিপ্পনি শুনতে হয়৷ দলের সাম্প্রতিক ধারাবাহিকতার অভাবে সমর্থকদের অধৈর্য্য হয়ে পড়ার বিষয়টা রোনালদোদের বুঝতে অসুবিধা হয়নি৷ তাই প্যারিস সাঁ জা-র মুখোমুখি হওয়ার আগে অনুরাগীদের আকুণ্ঠ সমর্থন চাইলেন ক্রিশ্চিয়ানো৷

টুইটারে সিআর সেভেন বলেন, ‘বুধবার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটা গ্রেট টিমের বিরুদ্ধে৷ আমি এবং দল আপনাদের কাছ থেকে সর্বাত্মক সমর্থন চাই, ঠিক যেমনটা আগেও পেয়ে এসেছি৷ একসঙ্গে থাকলে আমাদের অনেক শক্তিশালী মনে হয়৷ হালা মাদ্রিদ৷’