পেনাল্টি থেকে গোল করতে না পারায় সমালোচনার মুখে পড়া ইউভেন্তুস স্ট্রাইকার গনসালো হিগুয়াইন সমালোচকদের এক হাত নিয়েছেন। নিজেদের মাঠে গত মঙ্গলবার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউভেন্তুস। ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই দুটি গোল করেন হিগুয়াইন। এর মধ্যে স্পট কিক থেকে করেন এক গোল।
বিরতির আগে আরও একটি স্পট কিক পায় ইউভেন্তুস। এবার হিগুয়াইনের শট লাগে ক্রসবারে।
জোড়া গোল করলেও সুযোগটি কাজে লাগাতে না পারায় সমালোচনায় পড়েন হিগুয়াইন। তবে, সমালোচকদের জবাব দিতে ভুল করেননি আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ঘরে বসে আরাম কেদারায় বসে ম্যাচের পর কথা বলাটা কতই না সহজ।
সেরি আয় রোববার নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর মুখোমুখি হবে ইউভেন্তুস। এই লড়াইয়ের আগে সমালোচকদের উদ্দেশে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন হিগুয়াইন।
আমরা সব সময় এগিয়ে যাই…সব সময় গঠনমূলক সমালোচনা শুনি, ধ্বংসাত্মক সমালোচনা নয়।
//একে


























