লক্ষ্য ২১১ রানের। তবে এরইমধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলের সংগ্রহ ৮.২ ওভারে ৪ উইকেটে ৬৬ রান।
ব্যাটে ঝড় তোলার আভাস দিয়েও খুব বেশিদূর এগোতে পারলেন না তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার ২২ বলে ২৯ রান করে ফিরলেন অভিষিক্ত আমিলা আপোনসোর ঘূর্ণিতে।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আরিফুল হক। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন ১৫ বলে ১৯ রান নিয়ে।
২১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেছিলেন। এবার শূন্য রানেই আউট হয়ে গেছেন সৌম্য সরকার। প্রথম তিন বলে কোনো রান না পাওয়ায় চাপে পড়ে ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে মেরেছিলেন বাঁহাতি এই ওপেনার। সহজেই আকাশে ভেসে থাকা ক্যাচটি ধরে ফেলেন কুশল মেন্ডিস।
ইনিংসের প্রথম ওভারেই সৌম্য ফেরায় স্বভাবতই চাপে পড়ে গেছে নামা বাংলাদেশ। এমন অবস্থায় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মুশফিকুর রহীমও। ৩ বলে ৬ রান করে মধুশঙ্কার শিকার হয়েছেন তিনি। ৩ বলে ৫ রান করে তার দ্বিতীয় শিকার মোহাম্মদ মিঠুন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১০ রান তুলে শ্রীলঙ্কা। ব্যাটিং সহায়ক উইকেটে ঝড়ো সূচনা করে সফরকারিরা।


























