০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

হাবিবের সুর-সংগীতে ন্যান্সির মেয়ের গান

হাবিব ওয়াহিদ ও রোদেলা। ছবি সৃংগীত

জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্সির মেয়ে রোদেলা। ‘বাধাহীন আমার মনের এই গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। শুক্রবার হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

রোদেলা জানিয়েছেন, খুব শিগগিরই গানটি রিলিজ হবে হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে।

ন্যানসির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাভার সং-এর সুবাদে বছর খানেক ধরে রোদেলা সংগীতাঙ্গনে পরিচিত মুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে যাই’।
২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার জন্য হাবিবের সঙ্গে প্রথমবার কাজ করেন নাজমুন মুনিরা ন্যান্সি। হাবিব ও ন্যানসি তিন ডজনের মতো দ্বৈতগান উপহার দিয়েছেন। তাদের সর্বশেষ প্রকাশিত গান ‘বন্ধু রে’।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাবিবের সুর-সংগীতে ন্যান্সির মেয়ের গান

প্রকাশিত : ১২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্সির মেয়ে রোদেলা। ‘বাধাহীন আমার মনের এই গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। শুক্রবার হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

রোদেলা জানিয়েছেন, খুব শিগগিরই গানটি রিলিজ হবে হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে।

ন্যানসির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাভার সং-এর সুবাদে বছর খানেক ধরে রোদেলা সংগীতাঙ্গনে পরিচিত মুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে যাই’।
২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার জন্য হাবিবের সঙ্গে প্রথমবার কাজ করেন নাজমুন মুনিরা ন্যান্সি। হাবিব ও ন্যানসি তিন ডজনের মতো দ্বৈতগান উপহার দিয়েছেন। তাদের সর্বশেষ প্রকাশিত গান ‘বন্ধু রে’।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার