০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

দুবাইয়ে পিএসএল খেলতে মাহমুদুউল্লাহ-মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। এ আসরে এবার অংশ নেওয়ার কথা বাংলাদেশের চার ক্রিকেটারের। তারা চারজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনাপত্তিপত্র (এনওসি) পেয়ে গেছেন।

এই টুর্নামেন্টকে সামনে রেখে দুবাইয়ে পৌঁছেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার রাত ১টার দিকে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এ দুই খেলোয়ার। এদিকে এনওসি পেলেও ভিসার অপেক্ষায় আছেন তামিম ইকবাল। আর আঙ্গুলের ইনজুরি থেকে এখনো সেরে না ওঠায় সাকিব আল হাসান খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন।

মাহমুদুউল্লাহ এবার পিএসএলে খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে লাহোর কালান্দার্সে। এবারই প্রথম পিএসএল খেলবেন বাঁহাতি এই পেসার।

আগামী ৪ মার্চ পর্যন্ত পিএসএলে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। সেখান থেকে তারা সরাসরি কলম্বোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবে। নিদাহাস ট্রফি নামের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ৪ মার্চ।

ট্যাগ :
জনপ্রিয়

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

দুবাইয়ে পিএসএল খেলতে মাহমুদুউল্লাহ-মোস্তাফিজ

প্রকাশিত : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। এ আসরে এবার অংশ নেওয়ার কথা বাংলাদেশের চার ক্রিকেটারের। তারা চারজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনাপত্তিপত্র (এনওসি) পেয়ে গেছেন।

এই টুর্নামেন্টকে সামনে রেখে দুবাইয়ে পৌঁছেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার রাত ১টার দিকে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এ দুই খেলোয়ার। এদিকে এনওসি পেলেও ভিসার অপেক্ষায় আছেন তামিম ইকবাল। আর আঙ্গুলের ইনজুরি থেকে এখনো সেরে না ওঠায় সাকিব আল হাসান খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন।

মাহমুদুউল্লাহ এবার পিএসএলে খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে লাহোর কালান্দার্সে। এবারই প্রথম পিএসএল খেলবেন বাঁহাতি এই পেসার।

আগামী ৪ মার্চ পর্যন্ত পিএসএলে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। সেখান থেকে তারা সরাসরি কলম্বোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবে। নিদাহাস ট্রফি নামের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ৪ মার্চ।