ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কালিরবাজার শাখার অধীনে ফুলছড়ির কঞ্চিপাড়ায় এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জুন) ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম. সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কালিরবাজার শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান, ব্যবসায়ী নেতা আলী আজম মন্ডল, কঞ্চিপাড়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের সত্ত্বাধিকারী শাহাদৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।