মুজিববর্ষ উপলক্ষে বোয়ালখালীতে ৪৭ ভূমিহীন গৃহহীন পরিবারকে দৃষ্টিনন্দন গৃহের চাবি হন্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কার্যক্রমে ভুমিহীনদের মাঝে গৃহ প্রদান করা হয়েছে।
২০ জুন সকালে সারাদেশে ন্যায় গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর পরই উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা বন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার ভিডিও কনফারেন্সে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ম পর্যায়ে ২০ ও ২য় পর্যায়ে ২৭ সহ মোট ৪৭ পরিবারকে জমিসহ গৃহ প্রদান কর হবে।
১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে স্বপ্নের নীড়ের চাবি পেলেন ৪৭ গৃহহীন পরিবার
-
অধীর বড়ুয়া , বোয়ালখালী
- প্রকাশিত : ১২:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- 50
ট্যাগ :
জনপ্রিয়