লকডাউন কার্যকরে ঢাকা- টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আরিচা, ঢাকা- মাওয়া, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা- সিলেট মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে গাজীপুর হাইওয়ে পুলিশ, রিজিয়ন। কোন ধরনের যাত্রীবাহী কিংবা গণপরিবহন, প্রাইভেটকার কিংবা যানবাহনকে ছাড় দেয়া হচ্ছে না।মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে প্রায় কয়েক শত যাত্রীবাহী গণপরিবহনকে ফিরিয়ে দেয়া হয়েছে যা ১০ হাইওয়ে পুলিশের তল্লাশি চৌকি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। (১) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার (গোড়াই হাইওয়ে থানা) (২) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া (সালনা হাইওয়ে থানা) (৩) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার (সালনা হাইওয়ে থানা) (৪) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার (নাওজোড় হাইওয়ে ফাঁড়ি) (৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার (মাওনা হাইওয়ে থানা ও ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি সম্মিলিত ভাবে) (৬) ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর মোড় (সাভার ও গোলড়া হাইওয়ে থানা সম্মিলিত ভাবে) (৭) ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা (হাঁসাড়া হাইওয়ে থানা) (৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড (কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল হাইওয়ে ক্যাম্প সম্মিলিত ভাবে ) (৯) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখির মোড় (ভবেরচর হাইওয়ে ফাঁড়ি) (১০) ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার (ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি ও ভূলতা হাইওয়ে ক্যাম্প (কাঁচপুর) সম্মিলিত ভাবে ) কাজ করছে।
এ ছাড়াও হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে লকডাউনে বাস্তবায়নে কাজ করছে। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের তল্লাশি চৌকিগুলোতে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত কোন ধরনের যানবাহন (জরুরি সেবা ব্যতিত) এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেয়া হচ্ছে না। যে যে স্থান থেকে পরিবহনগুলো এসেছে সে স্থানেই তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতে চাইলেই তা দেয়া হচ্ছে না।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুরের মাননীয় পুলিশ সুপার জনাব আলী আহমদ খান জানান, মহাসড়কে লকডাউন যথাযথভাবে কার্যকর করার জন্য ১০ ট তল্লাশি চৌকি স্থাপন করেছি। এছাড়াও ০১) এলেঙ্গা ২) খাড়াজোড়া ৩) চন্দ্রা মোড়ে ০২ টি পয়েন্টে ৪) সাভার বাস স্ট্যান্ড ৫) বিশমাইল ৬) সাভার হেমায়েতপুর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাঁসেরমোড় ও পাখিরমোড়, গজারিয়া মুন্সিগঞ্জ এলাকায়সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভির মাধ্যেমে হাইওয়ে পুলিশ কন্ট্রোলরুম, রিজিয়নাল সদর দপ্তর থেকে সেন্ট্রার্লী মনিটরিং করা হচ্ছে।
লকডাউন অবজ্ঞা করার কোন সুযোগ নেই। করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা পুরোপুরি পালন করতে হবে। করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন কার্যকর করার লক্ষ্যে সরকারি নির্দেশনা যথাযথ প্রতিপালনে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।