সাভারের আশুলিয়া থেকে অপহরণের একদিন পর খোকন (২১) নামের এক তরুণকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ এর একটি দল। এ ঘটনায় অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে ভুক্তভোগী তরুণকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার মো. পাপ্পু মোল্লা (২৬), মো. নাহিদ (২১) গাইবান্ধা জেলার মো. রিমন (২০) ও মো. রাকিব (১৯)। তারা সবাই পাপ্পু গ্যাংয়ের সদস্য। র্যাব জানায়, গত ২০ জুন খোকন তার বোনের বাড়ি আশুলিয়ায় বেড়াতে আসেন। ২৩ জুন বোনের বাসা থেকে বেড়ানোর উদ্দ্যেশ্যে বাহিরে বের হলে রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে চোখ বেঁধে অপহরণ করে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা। পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ধামরাইয়ের ইসলামপুরের একটি বাসায় নিয়ে খোকনকে বেধড়ক মারধর করে তার বোনকে মোবাইল ফোনে শোনায় এবং তার মুক্তির জন্য ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে র্যাবের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইলসহ অপহৃত খোকনকে উদ্ধার করা হয়। সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং তারা সকলেই ‘পাপ্পু’ কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা খোকনকে মারধর করে গুরুতর জখম করে। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাইয়ের বিভিন্ন এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি, ছিনতাই এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় অপহৃত তরুণ ধামরাইয়ে উদ্ধার, আটক ৪
-
কাজী মাহবুব, সাভার - প্রকাশিত : ১২:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- 35
ট্যাগ :
জনপ্রিয়




















