সাভারে হাউজিং কোম্পানির অবৈধভাবে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এক মানব বন্ধনের আয়োজন কারা হয়।
খাল রক্ষার মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, সরকারি ভূমি জরিপ এসএ, সিএস, আরএস নকশায় বামনি খাল উল্লেখ থাকলেও বিআরএস রেকর্ডে তা প্রায়ই গায়েব করে দেওয়া হয়েছে। সরকারি খালটি ১০০ ফুট ও কয়েক কিলোমিটার লম্বা হলেও বর্তমান জরিপকৃত রেকর্ডে তা দেখানো হয়েছে ২০ ফুট প্রস্থ এবং ৫০০ ফুট দৈর্ঘ্যের একটি ডোবা। সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতা আবু সাইদ এর যোগসাজশে খালটি দখলের পায়তারা করছে যমযম নুর হাউজিং সোসাইটি ও আলমনগর হাউজিং সোসাইটি নামে দুইটি আবাসন কোম্পানি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসীর অভিযুক্ত স্থান অর্থাৎ বামনি খালে ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ করছিল যমযম সিটি নুর হাউজিং সোসাইটি। ভরাটকৃত স্থানে ইটের ওয়াল দিয়ে বিক্রির জন্য প্লট তৈরি করে রেখেছে আবাসন কোম্পানিটি।
খাল গায়েবের বিরুদ্ধে মানববন্ধনের আহবায়ক সরকার মোহাম্মদ তাশেক বলেন, সরকারি নকশায় রেকর্ডকৃত খালটি উদ্ধারের জন্য আমরা জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের সব যায়গায় গিয়েছি। প্রশাসন বিষয়টির কোন প্রতিকার না করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। সরকারি একটি খাল এভাবে গায়ের জোরে কেউ গায়েব করে দিতে পারেনা। আমরা সরকারের নিকট বামনি খালটি উদ্ধার ও এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
খাল দখলের বিষয়টি অস্বীকার করে যমযম নুর হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক হাজী নূর মোহাম্মদ বলেন, আমাদের এখানে কোন খাল ছিল না। এসএ, সিএস, আরএস ও বিআরএস রেকর্ডেও খালের বিষয়টি উল্লেখ নেই। শতভাগ জেনুইন জমি ক্রয় করেছি আমরা।
অন্য এক প্রশ্নে তিনি বলেন, বিএনপি নেতা আবু সাঈদের সাথে আমার ব্যক্তিগত ভাল সম্পর্ক রয়েছে। তবে এই বিএনপি নেতার সাথে তার ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন তিনি।
খাল দখলে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে বলিয়াপুরের বাসিন্দা ও বিএনপি নেতা আবু সাঈদ জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
অন্য এক প্রশ্নে তিনি বলেন, জমজম সিটি নুর হাউজিং সোসাইটির মালিকের সাথে অন্য সম্পর্ক তবে তাদের প্রকল্পের সাথে আমি যুক্ত নয়। যদি কেউ এমন অভিযোগ করে তা উদ্দেশ্যপ্রণোদিত।
খাল দখলের অভিযোগের ব্যাপারে আলমনগর হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।
খাল উদ্ধার বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বামনি খাল দখলের খবর পাওয়ার পর কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাউজিং সোসাইটির কর্তৃপক্ষকে বালু ভরাটের কাজ বন্ধ রাখার জন্য বলা হলেও তারা ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষায় রয়েছে। ডিসি অফিস থেকে আদেশ আসলেই খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হবে বলেও জানান তিনি।