০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

টেঁটাযুদ্ধ বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি

‘নিলক্ষায় বাঁচতে, নিলক্ষাকে বাঁচাতে’ প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের জনগণ। রবিবার সকাল সাড়ে ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রাণের নিলক্ষাবাসী নামক অরাজনৈতিক সংগঠন। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর টেঁটাযুদ্ধ বন্ধে স্মারকলিপি প্রদান করে তারা।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানায়, রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় প্রায় অর্ধশত বছর ধরে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেঁটাযুদ্ধ ও সংঘর্ষ চলে আসছে। অসংখ্য মানুষের প্রাণহানিসহ বাড়িঘরে হামলা ভাংচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে চলছে। ফলে স্থানীয় নিরিহ মানুষদেরও এই অঞ্চলে বসবাস করা ও ব্যাবসা করা দুরূহ হয়ে পড়ছে। এতে করে স্কুল-কলেজপড়–য়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ ঘটছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অচিরেই প্রশাসনের হস্তক্ষেপে এসব ঝগড়া-বিবাদ বন্ধ করে এলাকায় বসবাসের পরিবেশ ফিরিয়ে দেয়া।

এসময় মানববন্ধনে নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক এম এ মালেক, প্রাণের নিলক্ষাবাসী সংগঠনের পরিচালক মুফতী শফিক সাদী, সেলিম ভূইয়া, রাসেল আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

ট্যাগ :
জনপ্রিয়

টেঁটাযুদ্ধ বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি

প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

‘নিলক্ষায় বাঁচতে, নিলক্ষাকে বাঁচাতে’ প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের জনগণ। রবিবার সকাল সাড়ে ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রাণের নিলক্ষাবাসী নামক অরাজনৈতিক সংগঠন। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর টেঁটাযুদ্ধ বন্ধে স্মারকলিপি প্রদান করে তারা।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানায়, রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় প্রায় অর্ধশত বছর ধরে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেঁটাযুদ্ধ ও সংঘর্ষ চলে আসছে। অসংখ্য মানুষের প্রাণহানিসহ বাড়িঘরে হামলা ভাংচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে চলছে। ফলে স্থানীয় নিরিহ মানুষদেরও এই অঞ্চলে বসবাস করা ও ব্যাবসা করা দুরূহ হয়ে পড়ছে। এতে করে স্কুল-কলেজপড়–য়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ ঘটছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অচিরেই প্রশাসনের হস্তক্ষেপে এসব ঝগড়া-বিবাদ বন্ধ করে এলাকায় বসবাসের পরিবেশ ফিরিয়ে দেয়া।

এসময় মানববন্ধনে নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক এম এ মালেক, প্রাণের নিলক্ষাবাসী সংগঠনের পরিচালক মুফতী শফিক সাদী, সেলিম ভূইয়া, রাসেল আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।