নড়াইল পৌরসভার আগামী ২০২১-২২ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মেয়র আঞ্জুমান আরা ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১’শ ৮০ টাকার এ বাজট ঘোষণা করেএর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লক্ষ ৬৭ হাজার ১’শ ৮০ টাকা। উন্নয়ন খাতে ৩ কোটি এবং প্রকল্প ১২ কোটি ৯৬ লক্ষ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
২০২০-২১ অর্থ বছরে বাজেট (সংশোধিত) ছিলো ৭ কোটি ২ লক্ষ ২৩ হাজার ৮’শ ২৫ টাকা। নতুন বছরের বাজেট ঘেষণা করা হলো ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১’শ ৮০ টাকা। যা গত বছরের চেয়ে ১৬ কোটি ৫৪ লক্ষ ৬৩ হাজার ৩’শ ৫৫ টাকা বেশি।
এসময় পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলী, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, রেজাউল বিশ্বাস, মাসুদ রানা বাবলু, আনিচুর রহমানসহ কাউন্সিলর, গণমাধ্যম কর্মি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।