কুড়িগ্রাম, নেত্রকোনা, পাবনা, দিনাজপুরের বিরামপুর, কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এসব পৌরসভার বাজেট ঘোষণা করা হয়। বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর তুলে ধরেছেন ইমরান মাসুদ ।
কুমিল্লা (দাউদকান্দি):
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৪৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৭৮৮ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
দাউদকান্দি পৌরসভায় মঙ্গলবার বিকালে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় । ২ য় বারেরমত বিপুল ভোটে নির্বাচিত মেয়র নাইম ইউসুফ সেইনের সভাপতিত্বে এ বাজেট অনুমোদন করা হয় । ঘোষিত বাজেটে আয়ের উৎস হিসেবে হাট বাজার থেকে ইজারা, হোল্ডিং কর, ভূমি কর, ও সরকারি অনুদান সহ বিভিন্ন খাত উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৩৮ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, সচিব সৈয়দ মনিরুজ্জামান, প্রকৌশলী এইচ.এম. কামরুল ইসলাম, প্যানেল মেয়র এনামুল হক, প্যানেল মেয়র রকিব উদ্দিন ও মহিলা প্যানেল মেয়র খন্দকার নুরুন নাহার, কাউন্সিলর ও মহিলা মহিলা কাউন্সিলরগণসহ দাউদকান্দির গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
কুড়িগ্রাম:
কুড়িগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌরসভা হলরুমে মেয়র কাজিউল নতুন করে করারোপ ছাড়াই ৫০ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৫৫ টাকার এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব এসএম রেজাউল করিম, প্যানেল মেয়র রোস্তম আলী তোতা, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলররা। বাজেট আলোচনায় পৌর নাগরিকদের চারিত্রিক সনদপত্র, বেকারত্ব সনদ, বিধবা সনদের ফি কমানোর সিদ্ধান্ত হয়।
নেত্রকোনা:
নেত্রকোনা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই গতকাল পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ১৭২ কোটি ৩ লাখ ২৯ হাজার ৭৬৮ দশমিক ২৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র-১ এসএম মহসীন আলম, প্যানেল মেয়র-২ হেলালউদ্দিন শেখ হেলাল, জেলা প্রেস ক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, পৌরসভার সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনা:
পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌর মেয়রের কার্যালয়ে নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমাণ ধরা হয়েছে।
বিরামপুর
দিনাজপুরের পৌরসভার বাজেটে নতুন কোনো করারোপ ছাড়াই ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিরামপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার এ বাজেট ঘোষণা করেন।
পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলীর সভাপতিত্বে ও আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সচিব সেরাফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিরামপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।