পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, শহররক্ষা বাঁধের ভাঙন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ধসে যাওয়া স্থান পরিদর্শন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, ধসে যাওয়ার পর থেকেই পানি উন্নয়ন বোর্ড দিনরাত কাজ করে সেখানে জিও ব্যাগ, সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ভাঙন স্থানে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধু সেতু থেকে ১ নম্বর বাঁধ পর্যন্ত আবার সার্ভে করা শুরু করব যে কেন বারবার বাঁধে ধস দেখা দিচ্ছে। এছাড়াও নিচে কোনো গুপ্তচর আছে কিনা সেটাও দেখা হচ্ছে। এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার, ২৯ জুন দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের জেলখানা ঘাট এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়ে ১৫০মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। জরুরিভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ এবং সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনে পানি উন্নয়ন বোর্ড। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
ভাঙন নিয়ন্ত্রণে, আতঙ্কিত হওয়ার কিছু নেই: সচিব
-
সিরাজগঞ্জ
- প্রকাশিত : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- 37
ট্যাগ :
জনপ্রিয়