০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পিএসএলে জ্বলে উঠলেন তামিম

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখা গেলো বাংলাদেশি ওপেনারের ব্যাটে। ৩৯ রান করেছেন তিনি।

শনিবার ইসলামাবাদ ইউনাইটেড টস জিতে ব্যাট করতে পাঠায় পেশাওয়ারকে। কামরান আকমলের সঙ্গে শুরু থেকে মারকুটে ছিলেন তামিম। অবশ্য পাকিস্তানি ওপেনার তার চেয়ে এগিয়ে ছিলেন।

ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ সামিকে চার মারেন তামিম। পরের চারটি বলে কোনও রান নেননি বাঁহাতি ব্যাটসম্যান। এরপর ২.৫ ওভার স্ট্রাইকিং প্রান্তে কেবল ছিলেন কামরান। নিজের সপ্তম বলে আন্দ্রে রাসেলকে পেয়েই ছয় মারেন তামিম। বাংলাদেশি ওপেনার আরও একটি করে চার ও ছয় হাঁকান। ১৩তম ওভারে রাসেলের স্লোয়ার ডেলিভারিতে শাদাব খানকে ক্যাচ দেন তামিম।

২৯ বলে দুটি করে চার ও ছয়ে ইনিংসের দ্বিতীয় সেরা ৩৯ রান করেন বাংলাদেশের ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। কামরান তার সঙ্গে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। আউট হওয়ার আগে তামিম ৫২ রান যোগ করেন ডোয়াইন স্মিথের সঙ্গে।

ইনিংস সেরা ৫৩ রান করেন কামরান। সমান ৩০ রান করেন স্মিথ ও মোহাম্মদ হাফিজ। এই চারজনের ব্যাটে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে পেশাওয়ার।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ

পিএসএলে জ্বলে উঠলেন তামিম

প্রকাশিত : ০৮:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখা গেলো বাংলাদেশি ওপেনারের ব্যাটে। ৩৯ রান করেছেন তিনি।

শনিবার ইসলামাবাদ ইউনাইটেড টস জিতে ব্যাট করতে পাঠায় পেশাওয়ারকে। কামরান আকমলের সঙ্গে শুরু থেকে মারকুটে ছিলেন তামিম। অবশ্য পাকিস্তানি ওপেনার তার চেয়ে এগিয়ে ছিলেন।

ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ সামিকে চার মারেন তামিম। পরের চারটি বলে কোনও রান নেননি বাঁহাতি ব্যাটসম্যান। এরপর ২.৫ ওভার স্ট্রাইকিং প্রান্তে কেবল ছিলেন কামরান। নিজের সপ্তম বলে আন্দ্রে রাসেলকে পেয়েই ছয় মারেন তামিম। বাংলাদেশি ওপেনার আরও একটি করে চার ও ছয় হাঁকান। ১৩তম ওভারে রাসেলের স্লোয়ার ডেলিভারিতে শাদাব খানকে ক্যাচ দেন তামিম।

২৯ বলে দুটি করে চার ও ছয়ে ইনিংসের দ্বিতীয় সেরা ৩৯ রান করেন বাংলাদেশের ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। কামরান তার সঙ্গে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। আউট হওয়ার আগে তামিম ৫২ রান যোগ করেন ডোয়াইন স্মিথের সঙ্গে।

ইনিংস সেরা ৫৩ রান করেন কামরান। সমান ৩০ রান করেন স্মিথ ও মোহাম্মদ হাফিজ। এই চারজনের ব্যাটে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে পেশাওয়ার।