হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন থেকে সৌলরী গ্রামকে রক্ষার জন্য এবার ২০ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
অস্থায়ী ভাবে নদী ভাঙন টেকাতে ৮৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি নেয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পাউবো জানায়, সৌলরী এলাকায় কুশিয়ারা নদীর ৯০০ মিটার জায়গা মেরামত প্রয়োজন। আপাতত বেশি ক্ষতিগ্রস্ত ২০০ মিটার জায়গা মেরামতের সিদ্ধান্ত হয়েছে। এখানে ২৫০ কেজি ওজনের ২০ হাজার জিও ব্যাগ ফেলা হবে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার জানান, কুশিয়ারা নদীর ভাঙনের শিকার সৌলরী গ্রাম রক্ষায় আপাতত ২০ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হবে। লকডাউনের পর ঢাকা থেকে বস্তাগুলো আসবে। বাকী অংশ টুকুও মেরামতের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বর্ষা আসার সঙ্গে সঙ্গে এবারো আজমিরীগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে সৌলরী গ্রামটি বেশি ঝুঁকিতে রয়েছে। পুরো গ্রামে ব্লক ফেলে স্থায়ীভাবে রক্ষায় প্রয়োজন ৫০ কোটি টাকা। আর জিও ব্যাগ দিয়ে কাজ করলে লাগবে ৫ কোটি।