কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী বৃদ্ধি ও অক্সিজেন সংকটের বিষয়টি বিবেচনা করে ১০০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা উপহার দিল বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
সোমবার বিকেল ৪টায় বিআরবি গ্রুপের পক্ষ থেকে জেলা কালেক্টটরেট চত্বরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এসব মেডিকেল সামগ্রী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ২৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন তিন শতাধিকের কাছে। রোগীর চাপ বাড়ার কারণে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় অনেক রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন, এনজিওসহ বেশকিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
বিকেলে বিআরবি গ্রুপের কয়েকটি গাড়িতে করে বড়, মাঝারি ও ছোট অপিজেন সিলিন্ডার মিলিয়ে ১০০টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ১০টি, অক্সিমিটার ৬৬টি ও ১০০ পিস অক্সিজেন ফ্লু মিটার প্রদান করা হয়।
বিআরবি গ্রুপের জি এম (প্রশাসন) ড. শেখ শামসুজ্জামান, জি এম দীপেন কুমার দাশ চেয়ারম্যানের পক্ষে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল মোমেনের উপস্থিতিতে হস্তান্তর করেন।