ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিটেবাড়ির রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রজব আলী (৫০), সাবেদ আলী (৪৫), হযরত আলী (৩২), আলফাজ আলী (৫৫), ফিরুজ আলী (৫৫), আছিয়া বেগম (৪০), এ১সাহিদা বেগম (৪৫), সাইফুল্লাহ (২৫), মাহমুদুল (১৭), সোহেল মিয়া (২২), শহিদুল ইসলাম (২০), ইয়াসমিন (৩৫), খাদিছা বেগম (৩৪), সোহেনা (৪৬), আব্দুল হাসিম (৬৫), লিয়াকত আলী (৩৬), সুবিতারা (৩১), জলিল মিয়া (৫০), মরিয়ম বেগম (৫৫), বোরহান (২৪), মনোয়ারা বেগম (৪৮), নাসির (৩২), জিয়াউদ্দিন (১৮), হেমল (২৮)। পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবত বিটেবাড়ির রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসলামাবাদের মৃত হাজী সরুজ আলীর ছেলে রজব আলীর সাথে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে কাসেম মিয়া ও তার ভাই ছোট আবু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকায় সালিশকারকরা যায়গাটি মাপার জন্য তারিখ করেন। পরবর্তীতে যায়গাটি আর মাপা হয়নি। আজকে হাজী সরুজ মিয়ার ভাতিজা আলফাজ আলী এলাকার একটি দোকানে চা খেতে যায়। তখন স্থানীয় কায়েম সরদার ও জলিল সরদার আলফাজ মিয়ার সাথে তর্কাতর্কি হয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রজব আলীর জানান, বিটে বাড়ির রাস্তা ও যায়গা সম্পত্তি দখলে বাঁধা দিলে আজকে কাসেম ও তার ভাই আবু মিয়াসহ এলাকার কায়েম ও জলিল সরদার আমাদের উপর হামলা করেন৷ তাদের বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। স্থানীয় হুজুর মসজিদের মাইকে এলান করলে আশেপাশের গ্রামের লোকেরা এসে তাদের বাঁচান। কায়েম সরদার জানান, আলফাজ আলীর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। এ ব্যাপার নিয়ে কোন ঝামেলা হয়নি। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উভয়পক্ষের ছয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিটেবাড়ির যায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
সরাইলে রাস্তা ও জমি নিয়ে সংঘর্ষ, আহত ২৪ জন
-
হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়া
- প্রকাশিত : ১২:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- 48
ট্যাগ :
জনপ্রিয়