শ্রীলঙ্কা সফরে সব সময় থাকবেন দলের সঙ্গে। দেখভাল করবেন সবকিছু এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। নিদাহাস ট্রফিতে খালেদ মাহমুদকে ম্যানেজারের পুরোনো দায়িত্বেই দেখতে চায় বোর্ড। পাশাপাশি বিসিবি প্রধান জানিয়ে দিলেন দলের সঙ্গে নিজে সম্পৃক্ত হওয়ার কথাও।
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছে না সুজন (খালেদ মাহমুদ)। এখন ভূমিকাগুলো সুনির্দিষ্ট করে দিয়েছি। দ্বিতীয়ত, আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ। তারপরও সুজন যদি যায়, সব সময় যে দায়িত্বে ছিল, সেটাতেই থাকবে ম্যানেজার হিসেবে। সে যাবে টিম ম্যানেজার হিসেবে।
খালেদ মাহমুদ শুধু একজন বোর্ড পরিচালকই নন, চলতি ঢাকা প্রিমিয়ার লিগের দুটি দলের কোচ তিনি। পাশাপাশি কোচ একটি বিপিএল দলের। কোচিং করান প্রাইভেট একাডেমিতে। টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার আগে ছিলেন জাতীয় দলের ম্যানেজার।


























