০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

চিকিৎসা নিতে থাইল্যান্ডে সাকিব

অনেক আশার বাণী শুনালেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান খেলতে পারবেন না প্রথমদিকের ম্যাচগুলো। অবশ্য মাঠের ক্রিকেটে ফিরতে চান সিরিজের শুরু থেকেই। তাই উন্নত চিকিৎসার জন্য বিশ্বসেরা অলরাউন্ডার গেছেন থাইল্যান্ডে। গতকাল সোমবার রাতেই ব্যাংককে যান তিনি।

দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে সাকিবের দেখা করার কথা রয়েছে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন অধিনায়কের থাইল্যান্ড যাওয়ার ব্যাপারটি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘গত রাতেই (সোমবার) থাইল্যান্ড গেছেন সাকিব। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। এরপর দেশে ফিরে দলের সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তিনি।’

গত মাসে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন সাকিব। আঙুল ফেটে যাওয়ায় সেলাইও করতে হয়েছিল। কনিষ্ঠা আঙুলের সেই চোটের কারণে ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। সেলাই কাটলেও টি-টোয়েন্টি সিরিজের দলে শেষমেশ স্কোয়াডে আর থাকতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টির বাংলাদেশ কাপ্তান।

অবশ্য সাকিব এখন বল করতে পারছেন। তবে ব্যাট করতে সাকিবের সমস্যা রয়েই যাচ্ছে। তবুও ১৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবেই আছেন তিনি। ৮ মার্চ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাতে আটদিন সময় থাকায় এর মধ্যে সেরে উঠলেও উঠতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই এর আগেই সুস্থ হতে সাকিব চালিয়ে যাচ্ছেন জোর প্রচেষ্টা।

তিন জাতির এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ৬ মার্চ। সিরিজকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হবে ২ মার্চ থেকে। ৪ মার্চ কলম্বোর বিমানে চাপবেন সাকিব-তামিমরা।

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা নিতে থাইল্যান্ডে সাকিব

প্রকাশিত : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

অনেক আশার বাণী শুনালেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান খেলতে পারবেন না প্রথমদিকের ম্যাচগুলো। অবশ্য মাঠের ক্রিকেটে ফিরতে চান সিরিজের শুরু থেকেই। তাই উন্নত চিকিৎসার জন্য বিশ্বসেরা অলরাউন্ডার গেছেন থাইল্যান্ডে। গতকাল সোমবার রাতেই ব্যাংককে যান তিনি।

দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে সাকিবের দেখা করার কথা রয়েছে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন অধিনায়কের থাইল্যান্ড যাওয়ার ব্যাপারটি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘গত রাতেই (সোমবার) থাইল্যান্ড গেছেন সাকিব। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। এরপর দেশে ফিরে দলের সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তিনি।’

গত মাসে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন সাকিব। আঙুল ফেটে যাওয়ায় সেলাইও করতে হয়েছিল। কনিষ্ঠা আঙুলের সেই চোটের কারণে ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। সেলাই কাটলেও টি-টোয়েন্টি সিরিজের দলে শেষমেশ স্কোয়াডে আর থাকতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টির বাংলাদেশ কাপ্তান।

অবশ্য সাকিব এখন বল করতে পারছেন। তবে ব্যাট করতে সাকিবের সমস্যা রয়েই যাচ্ছে। তবুও ১৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবেই আছেন তিনি। ৮ মার্চ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাতে আটদিন সময় থাকায় এর মধ্যে সেরে উঠলেও উঠতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই এর আগেই সুস্থ হতে সাকিব চালিয়ে যাচ্ছেন জোর প্রচেষ্টা।

তিন জাতির এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ৬ মার্চ। সিরিজকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হবে ২ মার্চ থেকে। ৪ মার্চ কলম্বোর বিমানে চাপবেন সাকিব-তামিমরা।