আসরে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এ ম্যাচে কালো ব্যাজ পরে খেলবে টাইগাররা। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। এ জয়ের ধারাবাহিকতা নিজেদের তৃতীয় ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল।
নেপালের কাঠমাণ্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় শোক নেমে এসেছে সারা দেশে। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলতে যাওয়া ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে এই ঘটনা।
বিমান দুর্ঘটনায় নেপাল ও বাংলাদেশের মোট ৫০ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এমন খবরে শুনে সমবেদনা জানিয়েছেন শ্রীলঙ্কায় থাকা টাইগাররা। নিহতদের স্মরণে তাই তালো ব্যাজ পড়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিহতদের প্রতি সমবেদনা জানান তারা।

























