ইন্ডিয়ান ওয়েলসে নিজের ষষ্ঠ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন সুইস তারকা রজার ফেদেরার। ৩য় রাউন্ডে ফেদেরার হারিয়েছেন সার্বিয়ান ফিলিপ ক্রাজিনোভিচকে।
সার্বিয়ান প্রতিপক্ষ ক্রাজিনোভিচের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখান বিশ্বের এক নম্বর তারকা ফেদেরার।
জয় পেতে এদিন তেমন বেগ পেতে হয়নি ২০টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিককে। প্রথম সেট ৬-২ গেমে জয়ের পর দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে নেন ফেডেক্স।
এক ঘন্টার কম সময়ে ম্যাচ জিতে আসরের ৪র্থ রাউন্ডে ওঠেন ৩৬ বছর বয়সী ফেদেরার। পরের রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ফ্রান্সের জেরেমি চার্ডির।

























