নিদাহাস ট্রফিতে ডু-অর-ডাই ম্যাচে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অঘোষিত সেমি-ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচের জয়ী দল টুর্নামেন্টের ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।
হারের বৃত্ত থেকে বেড়িয়ে এই নিদাহাস ট্রফিতেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুন এক জয় দিয়ে মাঠের লড়াইয়ে ফেরে বাংলাদেশ। তবে, পরের ম্যাচেই ভারতের বিপক্ষে ১৭ রানের পরাজয়। ফাইনালে যাওয়ার পথটা এখন কঠিন টাইগারদের জন্য। শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে হলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।
গেলো ম্যাচে শেষ পাঁচ ওভারে টাইগার বোলারদের বেধড়ক পিটিয়ে ভারত তুলেছিলো ২ উইকেট হারিয়ে ৫৯ রান। ঠিক একই অবস্থানে থেকে শেষ পাঁচে বাংলাদেশ যোগ করেছিলো সমান উইকেট হারিয়ে ৪৩ রান। বিগ হিটারের অভাবটাই নাকি জিততে জিততে হারাচ্ছে বাংলাদেশকে, অভিমত সাবেকদের।
নিদাহাসে এখন অবধি মুশফিকুর রহিম এছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান নেই সেরা পাঁচে। মারকুটে ব্যাটসম্যানের অভাব, তবে ডটবলে জুড়ি নেই যেন কারোরই।
ওয়েদার ফোরকাস্ট বলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কলম্বোতে বৃষ্টির সম্ভবনা। আর সেই কারণে যদি খেলা পন্ডই হয়, তবে নেট রান রেটের মারপ্যাঁচে কপাল পুড়বে বাংলাদেশেরই।

























