জেরেমি কার্ডিকে হারিয়ে বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার।
এ বছর ১৫ ম্যাচের সব ক’টিতেই জিতেছেন ফেদেরার। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও রটার্ডাম ওপেনের শিরোপা। পারিবাস ওপেনের ষষ্ঠ শিরোপা জেতার পথে আরও একধাপ এগিয়ে গেল ফেডেক্স।
ইন্ডিয়ান ওয়েলস কোর্টে প্রথম সেটে ভালোই লড়েছেন জেরেমি। তবে, ৭-৫ গেমে সেট জিতে এগিয়ে যান ফেদেরার। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
সেমিতে ওঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের প্রতিপক্ষ সাউথ কোরিয়ার হেয়ুং চুং।

























