০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মুস্তাফিজ-সাকিবের বোলিং ঘূর্ণিতে চাপে শ্রীলঙ্কা

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শুরুতেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং ঘূর্ণিতে মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়েছে হাথুরুর শিষ্যরা।

কুশল মেন্ডিসের পর মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে শূন্য রানে ফিরেন শানাকা। এর আগে স্লোয়ারের জাদুতে বিভ্রান্ত হন কুশল মেন্ডিস। মিড উইকেটে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন কুশল।

এর আগে নিদাহাস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান উইকেট পেয়েছেন। ফেরার ম্যাচে প্রথম ওভারেই বোলিংয়ে আসেন এ বিশ্ব সেরা অলরাউন্ডার। প্রথম ওভারে দেন মাত্র তিন রান। আর ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই সাজ ঘরে ফিরিয়েছেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে। লং অনে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের হাতে তালুবন্দি হন গুনাতিলাকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেটে ৩৩ রান করেছে শ্রীলঙ্কা।

এর আগে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর ইনজুরি কাটিয়ে টাইগারদের একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি।

ট্যাগ :
জনপ্রিয়

মুস্তাফিজ-সাকিবের বোলিং ঘূর্ণিতে চাপে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৮:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শুরুতেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং ঘূর্ণিতে মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়েছে হাথুরুর শিষ্যরা।

কুশল মেন্ডিসের পর মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে শূন্য রানে ফিরেন শানাকা। এর আগে স্লোয়ারের জাদুতে বিভ্রান্ত হন কুশল মেন্ডিস। মিড উইকেটে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন কুশল।

এর আগে নিদাহাস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান উইকেট পেয়েছেন। ফেরার ম্যাচে প্রথম ওভারেই বোলিংয়ে আসেন এ বিশ্ব সেরা অলরাউন্ডার। প্রথম ওভারে দেন মাত্র তিন রান। আর ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই সাজ ঘরে ফিরিয়েছেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে। লং অনে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের হাতে তালুবন্দি হন গুনাতিলাকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেটে ৩৩ রান করেছে শ্রীলঙ্কা।

এর আগে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর ইনজুরি কাটিয়ে টাইগারদের একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি।