অবশেষে এলো সিদ্ধান্ত, রাশিয়া বিশ্বকাপে থাকছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিজ বা ভিএআর প্রযুক্তি। বিশ্বকাপে এই প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছে ফিফা।
২০১৬ সালের ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপে ভিএআর প্রথমবার ব্যবহৃত হয়। চলতি মৌসুমে জার্মানি ও ইতালির ঘরোয়া ফুটবলে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্পেনের লা লিগায় এবং ফ্রান্সের লিগ ওয়ানে আগামী মৌসুমে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে।
এর আগে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিএআর ব্যবহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে অনুমতি দিলে আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহারের পথ খুলে যায়।
গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড দেখানো ও ভুল করে কাউকে শাস্তি দেয়া এ চারটি ক্ষেত্রে ভিএআরের সহায়তা নেয়া যাবে।

























