নিদাহাস ট্রফির ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুরুটা ভাল করলেও দলীয় ২৭ রানের মাথায় দুই উইকেটের পতন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার ৩ বলে ২ উইকেটে ২৮ রান।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তাই এই ম্যাচে স্বাগতিকদের দর্শকের ভূমিকায়ই থাকতে হচ্ছে।
এর আগে ২০০৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ২০১২ এশিয়া কাপ, ২০১৬ এশিয়া কাপ (টি-টোয়েন্টি), ২০১৮ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে তিনবারই তাদের শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার সেই অধরাকে ধরতেই মাঠে নামছে সাকিব বাহিনী।

























