শিগগিরই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার সকালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটউটের (বারি) গবেষণাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী ১৫ থেকে ২০ দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে।
পেঁয়াজ চাষ করা হয়েছে সেই এপ্রিল মাসে, এত দিন পর্যন্ত পেঁয়াজ থাকে না। তাই পেঁয়াজ চাষিরা সব বিক্রি করে দেন। তিনি বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুত রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। এর আগে রফতানিকৃত কৃষিপণ্য ভাইরাস ও জীবাণু পরীক্ষাগার পরিদর্শন সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্ববাজারে দেশের পণ্য রফতানিতে এ গবেষণাগার ভূমিকা রাখবে।




















