নীরব এলাকা হিসেবে ঘোষিত আগারগাঁও এলাকা শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশের মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।
বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি দপ্তর/অফিসসমূহের পরিবহনচালকদের সচেতন করার লক্ষ্যে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মো. হুমায়ুন কবীর (যুগ্ম সচিব), বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক সালাউদ্দিন আহম্মদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (ইএনটি) প্রফেসর শেখ নূরুল ফাত্তাহ রুমী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব শিরীন রুবী প্রমুখ। বিজ্ঞপ্তি।




















