০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

অপরিবর্তিত কেকেআরের একাদশ, খেলছেন সাকিব

আইপিএলের মেগা ফাইনাল আজ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হয়ে শিরোপার জমজমাট লড়াই। এই লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। কে হবে চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে আইপিএল শিরোপা?

গত এপ্রিল-মে মাসেই নির্ধারণ হয়ে যেতো, এবারের চ্যাম্পিয়ন কে? কিন্তু করোনার কারণে লম্বা বিরতি দিয়ে ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হলো। এখানে এসেই যেন নিজেদের ফিরে পেয়েছে কেকেআর। বিশেষ করে সাকিব আল হাসানকে দলে ফেরানোর পর থেকেই উর্ধ্বগতিতে ছুটছে যেন কেকেআরের বাজির ঘোড়া।

নিজে যতটা সম্ভব পারফর্ম করছেন। সঙ্গে দলকে রাখছেন দারুণ উজ্জীবিত। কেকেআর কোচ এবং অধিনায়ক পর্যন্ত বলে দিয়েছেন, সাকিবের একাদশে ফেরার পরই পরিবর্তন হয়ে যায় কেকেআরের চেহারা।

তবে, ফাইনালের আগে হঠাৎ জ্বল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে, ম্যাচটি যেহেতু দুবাইয়ে হবে, সে কারণে কেকেআর একাদশে কী সাকিবকে রাখা হবে? নাকি তাকে বাদ দিয়ে ফিরিয়ে আনা হবে আন্দ্রে রাসেলকে। কারণ, ইনজুরি সমস্যা কাটিয়ে এরই মধ্যে কেকেআরের নেটে ব্যাট করেছেন আন্দ্রে রাসেল। তাকে একাদশে রাখা হলে বাদ দেয়া হবে কাকে? সাকিব ছাড়া অপশন নেই। আবার হুট করে রাসেলকে খেলানো উচিৎ হবে কি না তা নিয়েও জ্বল্পনা-কল্পনা চলছে। কেকেআরের ডেভিড হাসি রাসেলকে ফেরানোর ইঙ্গিত দেয়ার পরই মূলতঃ এই চিন্তা শুরু হয়।

কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনিল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।

চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

অপরিবর্তিত কেকেআরের একাদশ, খেলছেন সাকিব

প্রকাশিত : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

আইপিএলের মেগা ফাইনাল আজ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হয়ে শিরোপার জমজমাট লড়াই। এই লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। কে হবে চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে আইপিএল শিরোপা?

গত এপ্রিল-মে মাসেই নির্ধারণ হয়ে যেতো, এবারের চ্যাম্পিয়ন কে? কিন্তু করোনার কারণে লম্বা বিরতি দিয়ে ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হলো। এখানে এসেই যেন নিজেদের ফিরে পেয়েছে কেকেআর। বিশেষ করে সাকিব আল হাসানকে দলে ফেরানোর পর থেকেই উর্ধ্বগতিতে ছুটছে যেন কেকেআরের বাজির ঘোড়া।

নিজে যতটা সম্ভব পারফর্ম করছেন। সঙ্গে দলকে রাখছেন দারুণ উজ্জীবিত। কেকেআর কোচ এবং অধিনায়ক পর্যন্ত বলে দিয়েছেন, সাকিবের একাদশে ফেরার পরই পরিবর্তন হয়ে যায় কেকেআরের চেহারা।

তবে, ফাইনালের আগে হঠাৎ জ্বল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে, ম্যাচটি যেহেতু দুবাইয়ে হবে, সে কারণে কেকেআর একাদশে কী সাকিবকে রাখা হবে? নাকি তাকে বাদ দিয়ে ফিরিয়ে আনা হবে আন্দ্রে রাসেলকে। কারণ, ইনজুরি সমস্যা কাটিয়ে এরই মধ্যে কেকেআরের নেটে ব্যাট করেছেন আন্দ্রে রাসেল। তাকে একাদশে রাখা হলে বাদ দেয়া হবে কাকে? সাকিব ছাড়া অপশন নেই। আবার হুট করে রাসেলকে খেলানো উচিৎ হবে কি না তা নিয়েও জ্বল্পনা-কল্পনা চলছে। কেকেআরের ডেভিড হাসি রাসেলকে ফেরানোর ইঙ্গিত দেয়ার পরই মূলতঃ এই চিন্তা শুরু হয়।

কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনিল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।

চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।

বিজনেস বাংলাদেশ/ এ আর