থাইল্যান্ড যাওয়ার আগে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড বলেছিলেন, ব্যাংককের ম্যাচ দুটি হবে তার শিষ্যদের পরীক্ষা। বুধবার দুই পরীক্ষার প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ড প্রিমিয়ার লিগের দল রাচাবুড়ি ফুটবল ক্লাবের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। ব্যাংককে শেষ ম্যাচটি হবে শুক্রবার ব্যাংকক গ্লাস ফুটবল ক্লাবের বিপক্ষে।
যাওয়ার আগে সিনিয়র খেলোয়াড় ফয়সাল মাহমুদ বলেছিলেন, কাতারে দুই সপ্তাহ তাদের সেটপিস নিয়ে অনেক কাজ করেছেন কোচিং স্টাফ। কিন্তু তারপরও বাংলাদেশের ফুটবলের পুরোনো এ রোগটি রয়ে গেছে। ব্যাংককে সেটপিস থেকেই গোল খেয়েছে বাংলাদেশ। ৮৯ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে স্বাগতিক দল।
ফুটবল দলের ব্যাংকক সফর লাওস যাত্রাপথে। ২৭ মার্চ লাওসে বাংলাদেশ খেলবে দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের চোখ লাওসেই। ব্যাংককে হারলেও দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু মনে করছেন তাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। তিনি বলেন, ‘আমরা যে ধরণের প্র্যাকটিস ম্যাচ চেয়েছিলাম সেটা হয়েছে। শক্ত প্রতিপক্ষই চেয়েছিলাম। গোলের সুযোগ আমরাও পেয়েছিলাম। আবদুল্লাহ প্রথমার্ধে গোলরক্ষককে একা পেয়েও বল পাঠিয়েছে ক্রসবারের ওপর দিয়ে।’

























