মুমিনুল হক। সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে ছেলে তিনি। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি।
আবার বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নির্ভরযোগ্য ক্রিকেটারও বটে। তারুণ্যের সময় পার করে জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছেন বামহাতি এই ব্যাটসম্যান। জীবনের ২৬ টি বছরে ভক্তদের অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছেন নতুন ইনিংসের দিকে। আগামী বছর নিজের ২৭তম বসন্তেই প্রেমিকার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন এই তারকা।
মুমিনুলের স্ত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিহা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ব্যবস্থাপনা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। পারিবারিক আয়োজনে ইতিমধ্যে দুজনের বাগদান সম্পূর্ণ হয়েছে।
একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘বিয়ে তো করতেই হবে একদিন। আল্লাহর ইচ্ছাতে আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো। দুই পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট সম্পূর্ণ হয়েছে।’
পাত্রীর সাথে প্রেম নিয়ে এই ক্রিকেট তারকা বলেন, ‘আমিই তাকে পছন্দ করেছি। পরে আমার পরিবার থেকে সব কিছু ঠিক করেছে। সে এবার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে দ্বিতীয় বর্ষে অনার্স পড়ছে। সবার দোয়া করবেন যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি।’

























