জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) “দেবাশিস দেব” এর বদলি জনিত বিদায় এবং “মোঃ আব্দুল হামিদ” সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ উপলক্ষে গত বুধবার অপরাহ্নে মৌলভীবাজার এরিয়া অফিসে প্রীতি সম্মেলন অনুষ্টিত হয় । জনতা ব্যাংক এরিয়া অফিসের সিনিয়র ষ্টাফ অফিসার “মোঃ সালাউদ্দিন ” এর সভাপতিত্বে এবং এরিয়া অফিসের ষ্টাফ অফিসার হাসনা আক্তারের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করেন, আব্দুল কাদির (এসসিটি) ও গীতা পাঠ করেন জিতেন্দ্র চন্দ্র দেব (পিও)। বিদায়ী অতিথি ও আগত অতিথিগণকে ফুল দিয়ে বরণ করেন হাসনা আক্তার (আইটি অফিসার), চামেলী রাণী দেব (ব্যবস্থাপক), মোঃ আবুল কালাম (ব্যবস্থাপক), মোঃ আব্দুল্লাহ আল মামুন (এসও আইটি)।
উক্ত দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের এজিএম “আক্তার হোসেন”, বিদায়ী এরিয়া ইনচার্জ দেবাশিস দেব, সদ্য যোগদানকৃত এজিএম মোঃ আব্দুল হামিদ, সিনিয়র অফিসারবৃন্দ যথাক্রমে রমা পদ ভট্টাচার্য্য, মো: নাসির খান, শিমন কুমার দে, মোঃ আহসান কবির চৌধুরী, সিবিএ সেক্রেটারী রঞ্জন কান্তি সরকার, মৌলভীবাজার কর্পোরেট শাখা এসপিও অনিমেষ চন্দ, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মোঃ বজলুর রশীদ, কুলাউড়া শাখা ব্যবস্থাপক তাহমিনা আক্তার, জুড়ী শাখা ব্যবস্থাপক মো: জাকারিয়া হোসেন খান, কাজিরবাজার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম, গোরারাই বাজার শাখা ব্যবস্থাপক মোঃ আলাল উদ্দিন, জায়ফর নগর শাখা ব্যবস্থাপক মৃণাল কান্তি দেব নাথ, ভানুগাছ শাখা ব্যবস্থাপক তমাল দত্ত, বড়লেখা শাখা ব্যবস্থাপক পিযূস কান্তি দাশ ও রাজনগর শাখা ব্যবস্থাপক চামেলী রাণী দেব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















