০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিসিবিকে জাহানারার অভিযোগপত্র

বাংলাদেশ নারী দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাহানারা আলম। সাম্প্রতিক পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল এই পেসার। গত নভেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৫ উইকেট নেন জাহানারা। বিশ্বকাপ বাছাইপর্বেও আলো ছড়ান তিনি, নেন ৪ উইকেট। ফর্মে থাকলেও জাহানারা বাদ পড়েছেন কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্বের স্কোয়াড থেকে। শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বাদ দেয়ার খবর প্রকাশিত হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ৮ই জানুয়ারি কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্ব খেলতে মালয়েশিয়া যায় নারী ক্রিকেট দল। সফরে অভিজ্ঞ পেসার জাহানারাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়, ১৫ সদস্যের দলের সঙ্গে তাই যাওয়া হয়নি তার।
দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, নিজের অসন্তুষ্ট কথা।

চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী বিষয়ে এবং কাদের ওপর ক্ষোভ প্রকাশ করে জাহানারা এই অভিযোগ পত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জাহানার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।’
জাহানারাকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমি বলব না শুধু শৃঙ্খলাজনিত কারণে তাকে বাদ দেয়া হয়েছে। পারফরম্যান্স, নতুনদের সুযোগ দেয়াসহ বেশ কিছু কারণেই তিনি দলে নেই। তবে তার মানে এই নয় যে জাহানারা আর দলে ফিরবেন না। হয়তো সামনেই আবার তাকে দলে দেখা যাবে।’

জাহানারার অভিযোগগুলো কী নিয়ে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাহী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘মূলত খেলা এবং অনুশীলনসংক্রান্ত কিছু ক্রিকেটীয় বিষয়েই তিনি নিজের মতামত জানিয়েছেন।’
তবে সূত্রের খবর, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহমুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা।

এ ব্যাপারে গণমাধ্যমকে কোচ ইমন বলেন, বিসিবির কাছ থেকে অভিযোগের বিষয়ে জেনে তারপর এ নিয়ে মন্তব্য করবেন তিনি।

কমনওয়েলথ গেমসে বাছাইপর্বের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা ম-ল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বিসিবিকে জাহানারার অভিযোগপত্র

প্রকাশিত : ০৫:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

বাংলাদেশ নারী দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাহানারা আলম। সাম্প্রতিক পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল এই পেসার। গত নভেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৫ উইকেট নেন জাহানারা। বিশ্বকাপ বাছাইপর্বেও আলো ছড়ান তিনি, নেন ৪ উইকেট। ফর্মে থাকলেও জাহানারা বাদ পড়েছেন কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্বের স্কোয়াড থেকে। শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বাদ দেয়ার খবর প্রকাশিত হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ৮ই জানুয়ারি কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্ব খেলতে মালয়েশিয়া যায় নারী ক্রিকেট দল। সফরে অভিজ্ঞ পেসার জাহানারাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়, ১৫ সদস্যের দলের সঙ্গে তাই যাওয়া হয়নি তার।
দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, নিজের অসন্তুষ্ট কথা।

চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী বিষয়ে এবং কাদের ওপর ক্ষোভ প্রকাশ করে জাহানারা এই অভিযোগ পত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জাহানার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।’
জাহানারাকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমি বলব না শুধু শৃঙ্খলাজনিত কারণে তাকে বাদ দেয়া হয়েছে। পারফরম্যান্স, নতুনদের সুযোগ দেয়াসহ বেশ কিছু কারণেই তিনি দলে নেই। তবে তার মানে এই নয় যে জাহানারা আর দলে ফিরবেন না। হয়তো সামনেই আবার তাকে দলে দেখা যাবে।’

জাহানারার অভিযোগগুলো কী নিয়ে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাহী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘মূলত খেলা এবং অনুশীলনসংক্রান্ত কিছু ক্রিকেটীয় বিষয়েই তিনি নিজের মতামত জানিয়েছেন।’
তবে সূত্রের খবর, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহমুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা।

এ ব্যাপারে গণমাধ্যমকে কোচ ইমন বলেন, বিসিবির কাছ থেকে অভিযোগের বিষয়ে জেনে তারপর এ নিয়ে মন্তব্য করবেন তিনি।

কমনওয়েলথ গেমসে বাছাইপর্বের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা ম-ল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ