০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

অনেক দিন পর সৌম্যর তান্ডব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে সিলেটকে উড়িয়ে দিয়েছে খুলনা। মুশফিকুর রহীমের দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। সিলেটের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খুলনা পৌঁছে যায় ১৪.২ ওভারেই।

করোনা থেকে সুস্থ হয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে ফেরেন সৌম্য সরকার। প্রথম তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ১, ০ ও ১৩ রান। একটাতেও তাঁকে মেজাজে দেখা যায়নি। তবু তাঁর ওপর আস্থা রেখেছে খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট। আজ যেন তার প্রতিদান দিলেন সৌম্য।

ওপেনিংয়ে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে নামেন সৌম্য, দুজনে গড়েন ৯৯ রানের জুটি। ৩১ বলে ৪৩ রান করে সৌম্য বিদায় নিলেও ফ্লেচার ৪৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন লঙ্কান তারকা থিসারা পেরেরাও, ৯ বলে ২২ রান করেন তিনি।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪২ সংগ্রহ করে সিলেট। ব্যাট হাতে জ্বলে ওঠেন সিলেট ওপেনার মোহাম্মদ মিঠুন। ৫১ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ রানের ইনিংস খেলেন তিনি।

নবম ওভারে সিলেটের স্কোর যখন ৩ উইকেটে ৩৪, তখন জুটি বাঁধেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনে গড়েন ৬৮ রানের জুটি। মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

খুলনার পক্ষে পেসার খালেদ আহমেদ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার একটি করে উইকেট লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

অনেক দিন পর সৌম্যর তান্ডব

প্রকাশিত : ০৩:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে সিলেটকে উড়িয়ে দিয়েছে খুলনা। মুশফিকুর রহীমের দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। সিলেটের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খুলনা পৌঁছে যায় ১৪.২ ওভারেই।

করোনা থেকে সুস্থ হয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে ফেরেন সৌম্য সরকার। প্রথম তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ১, ০ ও ১৩ রান। একটাতেও তাঁকে মেজাজে দেখা যায়নি। তবু তাঁর ওপর আস্থা রেখেছে খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট। আজ যেন তার প্রতিদান দিলেন সৌম্য।

ওপেনিংয়ে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে নামেন সৌম্য, দুজনে গড়েন ৯৯ রানের জুটি। ৩১ বলে ৪৩ রান করে সৌম্য বিদায় নিলেও ফ্লেচার ৪৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন লঙ্কান তারকা থিসারা পেরেরাও, ৯ বলে ২২ রান করেন তিনি।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪২ সংগ্রহ করে সিলেট। ব্যাট হাতে জ্বলে ওঠেন সিলেট ওপেনার মোহাম্মদ মিঠুন। ৫১ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ রানের ইনিংস খেলেন তিনি।

নবম ওভারে সিলেটের স্কোর যখন ৩ উইকেটে ৩৪, তখন জুটি বাঁধেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনে গড়েন ৬৮ রানের জুটি। মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

খুলনার পক্ষে পেসার খালেদ আহমেদ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার একটি করে উইকেট লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর