অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে একের পর এক ম্যাচে হেরেই চলেছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই সফরকারীদের হারিয়েছে অজিরা। এর আগের তিনটি ম্যাচও পরাজিত হয়েছে লঙ্কানরা।
এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৯ রান যোগ করতে সক্ষম হয় সফরকারীরা। জবাবে ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮.১ বলে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে সাজানো তার অপরাজিত ইনিংসটিতে ছিল ৩টি চারের মার। এছাড়া জশ ইংলিশ ২০ বল মোকাবিলায় ৪০ ও অ্যাশটন অ্যাগার ২৬ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ২টি এবং মহেশ থিকসানা ও দুষ্মন্তে চামিরা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিসাঙ্কা। এছাড়া কুশাল মেন্ডিস ২৭, চারিথ আসালাঙ্কা ২২, গুনাথিলাকা ১৭ ও চামিকা করুণারাত্নে ১৪ রান করেন। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন ২টি করে এবং অ্যাশটন অ্যাগার ও এডাম জাম্পা একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























