২৮ রান তুলতেই অর্ধেক ইনিংস হাওয়া, তখন উইকেটে আগমন আফিফ হোসেনের। এর কিছু পর ৪৪ রান তুলতে যখন ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ, তখন ব্যাট করতে আসেন মেহেদি হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করেই শুরুর বিপর্যয়টা সামলেছে বাংলাদেশ। তাদের জুটি বাংলাদেশকে দেখাচ্ছে আশাও।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























