হংকং থেকে ঘরে ফিরেছে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
জকি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা রাত ১ টায় ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় তাদের দেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা। বাফুফের মহিলা কমিটির কর্মকর্তারা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারাদের।
এ সময় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আমাদের মেয়েরা হংকংয়ে সাফল্য পেয়েছে। তাদের নিয়ে সামনে আরো এগিয়ে যেতে হবে। বিমানবন্দরে কিরণ আপাসহ আমরা ছুটে এসেছি তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিতে।
মালয়েশিয়া, ইরান ও স্বাগতিক হংকংকে উড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।
ডিসেম্বরে ঢাকায় সাফ (অনূর্ধ্ব-১৫) চ্যাম্পিয়নের পরে বাংলাদেশের মেয়েরা তিন মাসের ব্যবধানে আরেকটি ট্রফি জয় করলো।

























