বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অপপ্রচার ঠেকাতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরার জন্য নিউইয়র্ক প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) নিউইয়র্কের একটি মিলনায়তনে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এবিপিসি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে নতুন কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংগঠনের বিদায়ী সভাপতি লাভলু আনসারের সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নতুন সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, জাতিসংঘে বাংলাদেশের ডেপুটি স্থায়ী প্রতিনিধি মনোয়ার হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি এ জে এম সাজ্জাদ হোসেন, এটর্নি মঈন চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। পরিচালনা করেন সাদিয়া খন্দকার ও শাহ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। এই সুন্দর সময়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ’ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেনও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন। অনুপ দাস ড্যান্স একাডেমির অংশগ্রহণে একটি নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ছিল সঙ্গীতায়োজন। সেখানে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, তনিমা হাদী এবং শাহ মাহবুব।
১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
অপপ্রচার ঠেকাতে কাজ করুন
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- 33
ট্যাগ :
জনপ্রিয়