০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জায়েদ সবাইকে ধোকা দিয়েছে : ইলিয়াস কাঞ্চন

জায়েদ খান সবাইকে সে ধোকা দিয়েছে, বোকা বানিয়েছে। আমি সমিতির সবাইকে নিয়ে বসে আলোচনা করে এর ব্যবস্থা নেব। সোমবার,৭ মার্চ সন্ধ্যায় শিল্পী সমিতির বাগানে স্মৃতি স্তম্ভের সামনে প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। চিট করা করায় জায়েদ খানের শপথ বাতিল করা হবে বলেও জানানো হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওইদিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রোববার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কাগজ কয়েকদিন আগে (২ মার্চে) যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত ৯ ফেব্রুয়ারির।

তিনি আরও বলেন, এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন। যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে চিট-এর আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।

ইলিয়াস কাঞ্চন জানান, শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির ৭ জন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ঔদিনের কোরাম অপূর্ণ থেকে গেল, তাই ওই মিটিংও বাতিল হয়ে গিয়েছে। এছাড়া জায়েদ খান ছলনার আশ্রয় নেওয়ায় তার বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে জায়েদকে বাদ দিয়ে যে বাকী চারজন শপথ নিয়েছে তাদের শপথ ঠিক আছে । এ সময় সহ সম্পাদক সাইমন সাদিক, জেসমিন সহ অন্যান্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

জায়েদ সবাইকে ধোকা দিয়েছে : ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত : ০৯:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

জায়েদ খান সবাইকে সে ধোকা দিয়েছে, বোকা বানিয়েছে। আমি সমিতির সবাইকে নিয়ে বসে আলোচনা করে এর ব্যবস্থা নেব। সোমবার,৭ মার্চ সন্ধ্যায় শিল্পী সমিতির বাগানে স্মৃতি স্তম্ভের সামনে প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। চিট করা করায় জায়েদ খানের শপথ বাতিল করা হবে বলেও জানানো হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওইদিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রোববার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কাগজ কয়েকদিন আগে (২ মার্চে) যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত ৯ ফেব্রুয়ারির।

তিনি আরও বলেন, এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন। যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে চিট-এর আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।

ইলিয়াস কাঞ্চন জানান, শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির ৭ জন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ঔদিনের কোরাম অপূর্ণ থেকে গেল, তাই ওই মিটিংও বাতিল হয়ে গিয়েছে। এছাড়া জায়েদ খান ছলনার আশ্রয় নেওয়ায় তার বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে জায়েদকে বাদ দিয়ে যে বাকী চারজন শপথ নিয়েছে তাদের শপথ ঠিক আছে । এ সময় সহ সম্পাদক সাইমন সাদিক, জেসমিন সহ অন্যান্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ