০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

করোনায় আরও তিন জনের মৃত্যু

দেশে একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮২ জন। এসময়ে তিন জন মারা গেছেন। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর একদিনে শনাক্তের হার ০ দশমিক ৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৮৩৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১১৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৫ দশমিক ৮৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

করোনায় আরও তিন জনের মৃত্যু

প্রকাশিত : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

দেশে একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮২ জন। এসময়ে তিন জন মারা গেছেন। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর একদিনে শনাক্তের হার ০ দশমিক ৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৮৩৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১১৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৫ দশমিক ৮৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।