হিরো ইন্ডিয়ান উইমেন্স লিগে গোল করেই চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। টানা চার ম্যাচে গোল করে সবাইকে চমকে দিয়েছেন সাতক্ষীরার এই মেয়ে।
শুক্রবার (৬ এপ্রিল) সিলংয়ে নিজেদের পঞ্চম ম্যাচে তার দল সেথু এফসি মুখোমুখি হয় ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে। সাবিনার দুই ও ইন্দুমাথাইয়ের এক গোলে ইন্দিরা গান্ধী একাডেমি এসইকে ৩-১ গোলে হারিয়েছে তামিলনাড়ু সেথু এফসি।
মেঘালয়ের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে অধিনায়ক ইন্দুমতির গোলে সেথু এফসি এগিয়ে যায়। যদিও ৩৩ মিনিটে গোল শোধ করেন ইন্দিরা গান্ধীর প্রদীপা। বিরতির পর বাংলাদেশি গোল মেসিনের ঝলক শুরু হয়। ৭৫ মিনিটে মনীষার ডানপ্রান্তের ক্রসে সাবিনা পোস্টের সামনে থেকে প্লেসিংয়ে করেন ২-১। ১১ মিনিট পর সাবিনার দ্বিতীয় গোলে দলের জয় সুনিশ্চিত হয়।
এদিকে ভিসা জটিলতায় ভারত যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল সাবিনা ও কৃষ্ণা রাণী। শেষ পর্যন্ত লিগ শুরুর একদিন আগে ভারতে পৌঁছায় তারা। প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন সাবিনা খাতুন। গোল পাননি। ৫-০ ব্যবধানে হেরেছিল তামিলনাড়ুর দল সিথু এফসি। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ১ গোল। তার পরের ম্যাচে আরো ১ গোল। তৃতীয় ম্যাচে জোড়া গোলের পর চতুর্থতেও দুই গোল পেলেন সাবিনা। তাতে ৫ ম্যাচে ৬ গোল হল বাংলাদেশের এই খেলোয়াড়ের। সাবিনার এমন পারফরম্যান্সে প্রশংসার ঝড় উঠেছে সেথু এফসির ফেসবুক পেজে। দুই ‘জোড়া’ গোলের পর এবার হ্যাটট্রিকও চাইছেন দলটির ভক্ত-সমর্থকরা।

























