আগামী শনিবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কোটি ডলারের টি-টোয়েন্টি ক্রিকেটের আসর আইপিএল। কিন্তু ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পরেছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। পিঠে ইনজুরির কারণে পুরো আইপিএল মিস করছেন বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া পেসারের পরিবর্তে দিল্লি কাকে নেবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইপিএলের ১১তম আসরের জন্য ৪.২ কোটি রুপিতে রাবাদাকে রাইট টু ম্যাচ কার্ডে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। বল হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন প্রোটিয়া এই পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর বোলার।
লোয়ার-ব্যাক ইনজুরির কারণে আগামী তিন মাস রাবাদা খেলতে পারবেন না- জানিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। নিজ মাঠে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় করা সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাবাদা। ২২ বছর বয়সী রাবাদা স্বল্প সময়ের ক্যারিয়ারেই বিশ্ব ক্রিকেটের শীর্ষ স্থান দখল করেছেন। তবে তার কাজের চাপ এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

























